নীতিমালায় পরিবর্তন আনছে #হোয়াটসঅ্যাপ!


তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের প্ল্যাটফর্ম #হোয়াটসঅ্যাপ আগামী বছর ব্যবহার বিধিমালায় পরিবর্তন আনতে যাচ্ছে। হোয়াটসঅ্যাপে পরিবর্তনবিষয়ক তথ্য জানানোর সঙ্গে সংশ্লিষ্ট #প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট #ডব্লিউএবিটা ইনফো বলছে, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি থেকে হোয়াটসঅ্যাপের নতুন নীতিমালা কার্যকর হতে পারে।


ডব্লিউএবিটা ইনফোর পক্ষ থেকে হোয়াটসঅ্যাপের ‘টার্মস অ্যান্ড প্রাইভেসি পলিসি আপডেটস’র স্ক্রিনশট দেখানো হয়েছে। এতে হোয়াটসঅ্যাপের যে শর্তগুলো দেখানো হচ্ছে, তা মূলত হোয়াটসঅ্যাপ যেভাবে ব্যবহারকারীর তথ্য সংগ্রহণ করবে, সে–সংশ্লিষ্ট বিষয়। এতে মূলত দুটি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। 


একটি হচ্ছে হোয়াটসঅ্যাপ কীভাবে ব্যবহারকারীর তথ্য প্রক্রিয়াজাত করবে, সে–সংক্রান্ত। আরেকটি হচ্ছে বিভিন্ন ব্যবসা কীভাবে ফেসবুকের বিভিন্ন সেবা তাদের স্টোরে যুক্ত করবে এবং চ্যাট ব্যবস্থাপনা করবে, সে–বিষয়ক নীতিমালা।