তৃতীয় সাবমেরিন কেবল থেকে অন্তত ৫টি দেশে ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ।
নতুন কেবলের ব্যান্ডউইথ রপ্তানি হবে বিভিন্ন দেশে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানান,'সৌদি আরব ৬শ' জিবিপিএস এর একটা চাহিদা দিয়েছে। ইতিমধ্যে ভুটান একটা বিপুল পরিমান ব্যান্ডউইথ যা পরিমাণ আমরা এখনও জানিনা, ভারতের পূর্বঞ্চলে বিপুল পরিমান চাহিদা আছে, কারণ আমাদের প্রথম যেটা গিয়েছিলো সেটা কেবল ত্রিপুরা রাজ্যে গিয়েছিলো, একই সাথে আসাম, মেঘালয় এসব অঞ্চলে ব্যান্ডউইথের চাহিদা আছে। নেপালেও ব্যান্ডউইথ আমরা রপ্তানি করতে পারবো।'
0 মন্তব্যসমূহ