Infinix Hot 10
তরুণ ব্যবহারকারীদের ফোন গেমিংয়ের দারুণ অভিজ্ঞতা দিতে প্রিমিয়াম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ইনফিনিক্স তাদের হট সিরিজের সবশেষ মডেল হট ১০ বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে। যাঁরা দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা চান, তাঁদের জন্য গেম চেঞ্জার হিসেবে ৫২০০ এমএএইচ ব্যাটারি ও মিডিয়া টেক হেলিও জি৭০ প্রসেসরের নতুন ফোন হট ১০ নিয়ে আসছে চীনের শেনজেন শহরভিত্তিক এ প্রতিষ্ঠানটি।
গেমিংয়ে অবিশ্বাস্য রকমের চমৎকার অভিজ্ঞতা দেওয়ার জন্য ইনফিনিক্স হট ১০-এ ৬.৫৮ ইঞ্চির এইচডি+প্লাস ইনফিনিটি ও ডিসপ্লে এবং মানানসই মিডিয়াটেক হেলিও জি৭০ প্রসেসর রয়েছে। অ্যান্ড্রয়েড ১০ চালিত এই ফোনটিতে ৫২০০ এমএএইচ ক্ষমতার বিশাল ও স্লিমার ব্যাটারি রয়েছে, যা ফোনটিকে ৩৪ দিন স্ট্যান্ডবাই ব্যবহারের সুবিধা দেবে। এতে গর্ব করার মতো ডুয়েল ফ্ল্যাশসহ একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং কোয়াড ফ্ল্যাশসহ ১৬ এমপি রিয়ার ক্যামেরা আছে। ফোনটিতে ৪ গিগাবাইট র্যাম এবং ১২৮ গিগাবাইট ইন্টারন্যাল স্টোরেজ রয়েছে। এর ডেডিকেটেড মাইক্রোএসডি স্লট ব্যবহার করে ৫১২ গিগাবাইট পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।
শক্তিশালী প্রসেসর, ক্লাসি ডিসপ্লে এবং উচ্চ ক্ষমতার ব্যাটারিসহ বাজারে আসা হট ১০ অত্যাধুনিক ফিচারসহ সর্বাধিক এক্সক্লুসিভ বাজেট-ফ্রেন্ডলি স্মার্টফোন। তাক লাগনো অবসিডিয়ান ব্ল্যাক, অ্যাম্বার রেড, ওশান ওয়েভ এবং মুনলাইট জেডে রঙের এ ফোনটি বাজারে এসেছে। ৪ জিবি ও ১২৮ জিবি দুটি সংস্করণে আসা এই ফোনটি বাংলাদেশের বাজারে কিনতে খরচ পড়বে ১২ হাজার ৯৯০ টাকা।
0 মন্তব্যসমূহ