নতুন ফোন আসতেছে বাজারে। Qualcomm and ASUS ২টি কোম্পানি মিলে তৈরি করেছে ফোনটি। ফোনটির নাম দেওয়া হয়েছে Snapdragon Insiders

চলুন দেখে নেওয়া যাক এই ফোনটির স্পেসিফিকেশন।

ডিসপ্লেঃ

হুয়াওয়ে নোভা স্ন্যাপড্রাগন ইনসাইডার্স মোবাইলটিতে দেওয়া হয়েছে ৬.৭৮ ইঞ্চি বিশিষ্ট অ্যামোল্ড ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ১০৮০X২৩৭৬ পিক্সেল। উক্ত ফোনটির পি পি আই ডেনসিটি দেওয়া হয়েছে ৩৯৫। এছাড়া এর সাথে দেওয়া হয়েছে ১৪৪ হার্জ এর রিফ্রেশ রেট যার ফলে ফোনটি খুব দ্রুত কাজ করবে। নিরাপত্তার জন্য এই ফোনটির সাথে দেওয়া হয়েছে গরিলা গ্লাস ভিক্টাস।

বডিঃ

এই মোবাইলটির ডিভাইস হবে ফ্যাবলেট টাইপের। এই ফোনটিতে ডুয়েল সিম ব্যবহার করা যাবে। উক্ত মোবাইলটির আয়তন হবে ১৭৩.২X৭৭.৩X৯.৬ মিলিমিটার এবং এর ওজন হবে মাত্র ২১০ গ্রাম।

হার্ডওয়্যার:

স্ন্যাপড্রাগন ইনসাইডার্স ফোনটির চিপসেট দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ ৫জি। সি পি ইউ থাকছে অক্টাকোর প্রসেসর। জি পি ইউ হবে অ্যাড্রিনো ৬৬০। উক্ত ফোনটির সাথে দেওয়া হয়েছে ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি ফোন স্টোরেজ। এই ফোনটিতে দেওয়া হয়েছে অ্যান্ড্রোয়িড ভার্সন ১১। ৫ জি বিশিষ্ট হতে চলেছে এই ফোনটি। এবং টাইপ সি পোর্ট, পোর্ট ৩.১ দেওয়া হয়েছে ফোনটিতে। এছাড়া ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, ব্লুথুথ ৫.২, ফিঙ্গারপ্রিন্ট, ওয়াইফাই সহ যাবতীয় সুবিধা। স্ন্যাপড্রাগন ইনসাইডার্স মোবাইলটিতে দেওয়া হয়েছে ৪,০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারী। ব্যাটারীটি ভালই ব্যাকআপ দিবে। এছাড়া এই মোবাইলটিতে ফাস্ট চার্জ এর জন্য দেওয়া হয়েছে ৬৫ ওয়াটের ফাস্ট চার্জ ক্যাপাসিটি। হার্ডওয়্যার সেকশনটি এখানে দুর্দান্ত দেওয়া হয়েছে। আমার কাছে খুব ভাল লেগেছে।

ক্যামেরাঃ

স্ন্যাপড্রাগন ইনসাইডার্স তে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি দেওয়া হয়েছে ৬৪ মেগাপিক্সেলের ওয়াইড, ৮ মেগাপিক্সেলের টেলিফটো এবং ১২ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর। এছাড়া সাথে দেওয়া হয়েছে একটি এল ই ডি ফ্ল্যাশ। উক্ত ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা থাকছে ২৪ মেগাপিক্সেল এর ওয়াইড। উক্ত ক্যামেরা গুলোতে থাকবে এইচ ডি আর, প্যানোরামা, ও পোরট্রেইট মোড এর সুবিধা। প্রত্যেক ক্যামেরাতেই ১০৮০ পি ৩০ এফ পি এস এর ভিডিও রেকর্ডিং করা যাবে। মূল্য অনুযায়ী ক্যামেরা সেকশনটি আরেকটু উন্নত করলে আমার মনে হয় আরো ভাল হত এই ফোনটি।

মূল্যঃ

স্ন্যাপড্রাগন ইনসাইডার্স মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশী মূল্য অনুযায়ী ১,২৭,২৭৯ টাকা। শুধুমাত্র মিডনাইট ব্লু রঙ এ পাওয়া যাবে এই ফোনটি।

#Qualcomm #Snapdragon #Insiders

In English: New telephones are coming in the market. The phone is made through Qualcomm and ASUS. The smartphone is known as Snapdragon Insiders

let's take a look at the specs of this phone.


show:


The Huawei Nova Snapdragon Insiders has a 6.7-inch AMOLED show with a display resolution of 1080x236 pixels. The PPI density of the telephone has been given as 395. It additionally comes with a refresh charge of a hundred and forty four Hz so that it will make the telephone paintings very speedy. Gorilla Glass Victus comes with this cellphone for protection.


body:


The tool of this cell might be phablet type. dual SIM can be used on this telephone. the dimensions of the cell will be 183.2X6.3X9.6 mm and it will weigh best 210 grams.


hardware:


The chipset of the Snapdragon Insiders telephone is Qualcomm Snapdragon 8 5G. CPU has Octacore processor. GPU will be Adreno eighty. The cellphone comes with sixteen GB RAM and 512 GB phone storage. This smartphone has been given Android version eleven. This phone goes to be 5G distinguished. and sort C port, port three.1 is supplied in the smartphone. further, three.five mm audio jack, Bluetooth five.2, fingerprint, WiFi and all other facilities. The Snapdragon Insiders mobile has a four,000 mAh battery. The battery will deliver top backup. in addition, this cell has a fast fee potential of seventy five watts for instant charge. The hardware section is incredible here. i like it very a whole lot.


camera:


Snapdragon Insiders has a triple rear digital camera setup with a sixty four-megapixel wide digital camera, an 8-megapixel telephoto and a 12-megapixel extremely-huge sensor. additionally comes with an LED flash. The telephone has a 24 megapixel front digital camera. those cameras can have HDR, landscape, and Portrait mode. Video recording of 1080P30 FPS may be executed on every digital camera. I think this telephone could were higher if the digital camera phase had been progressed a piece in phrases of price.


charge:


The Snapdragon Insiders cellular is priced at Tk 1,27,269 in line with the Bangladeshi rate. This telephone is most effective to be had in middle of the night Blue colour.


#Qualcomm #Snapdragon #Insiders